Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ অক্টোবর ২০২৪

কমিউনিটি মেডিসিন বিভাগ

 

জনস্বাস্থ্যের সুরক্ষা ও প্রচার হলো কমিউনিটি মেডিসিনের লক্ষ্য এবং এই বিষয়টি তাদের স্বাস্থ্যের প্রয়োজনীয়তা সনাক্ত করার জন্য সংজ্ঞায়িত সম্প্রদায় বা গোষ্ঠীর জনসংখ্যার স্বাস্থ্য এবং রোগের সাথে সম্পর্কিত। কমিউনিটির স্বাস্থ্য চাহিদাগুলি কার্যকরভাবে মেটাতে স্বাস্থ্য কর্মসূচির পরিকল্পনা, বাস্তবায়ন এবং মূল্যায়ন করার জন্যও এই বিষয়টি ডিজাইন করা হয়েছে। কমিউনিটি মেডিসিন রোগ প্রতিরোধের জন্য (যেমন টিকাদান), স্বাস্থ্যের প্রচার (যেমন নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশন, ভেক্টর নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি) এবং কিছু সাধারণ স্থানীয় রোগের সাথে জড়িত বৃহত্তর পরিসরে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য মানুষের কাছে পৌঁছায়। বিপুল সংখ্যক মানুষের রোগ। প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট দুর্যোগের সময় এই বিষয়ের জ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কমিউনিটি মেডিসিন বিভাগটি পূর্ব দিকে নিয়ে ১ম তলার মাঝখানে অবস্থিত। এই বিভাগটি শিক্ষাদান, পরিকাঠামো, সরঞ্জামের ক্ষেত্রে আরেকটি সম্পূর্ণ বিভাগ। স্নাতক ছাত্রদের একটি মজাদার উপায়ে শেখানো হয়. এই বিষয়ের ধারণাটি গ্রহণ করলে শিক্ষার্থীরা বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নিজেদের মধ্যে একটি আধিপত্য প্রকাশ করতে পারে।

 

কর্মরত শিক্ষকগণের তালিকাঃ

 

 

ক্রমিক নং

নাম

পদবী

মোবাইল নং

ই-মেইল

ছবি

০১

ডাঃ মোঃ হাফিজ এহসানুল হক

সহযোগী অধ্যাপক (চঃদাঃ) ও বিভাগীয় প্রধান

০১৭১১০৫৯২৫৯

 

০২

ডাঃ তাওফিমা ইসলাম

সহকারী অধ্যাপক (চঃদাঃ), ওএসডি

০১৭১৪২৩৭০৬৬

 

০৩

ডাঃ শায়লা পারভীন

প্রভাষক

০১৭০৮০৩৯০৫০

 

০৪

ডাঃ দীপান্বিতা গোপ

প্রভাষক

০১৭১৮১০৭১৬৬

[email protected]

০৫

ডাঃ মোহাম্মদ জালাল উদ্দিন

প্রভাষক

০১৭১১৫৮৯৯৩৬

 

০৬

ডাঃ আমিনা বিনতে হোসেন

প্রভাষক

০১৭৪১৪৬২০৬৮

 

০৭

ডাঃ বিদ্রুম পুরকায়স্থ

মেডিকেল অফিসার

০১৭৪৯৬৪৪৭৫০